শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

যে কারণে বেসরকারি শিক্ষকরা আবার আন্দোলনে যাচ্ছেন

লাইভ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৫ Time View

লাইভ ডেস্ক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি হলেও এখনো বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় দ্রুত বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন ইনডেক্সধারী শিক্ষকরা।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ জানিয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর ইনডেক্সধারী শিক্ষকদের বদলি নীতিমালা জারি হয়েছে।

নীতিমালা জারির চার মাস হতে চললেও এখনো বদলি প্রক্রিয়া চালু করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। বদলি না থাকায় অনেক শিক্ষক নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। এ অবস্থায় দ্রুত বদলি চালু করা দরকার।

সংগঠনটি জানিয়েছে, বদলির নীতিমালার ৩.১৫ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসিএ অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। কিন্তু শূন্য পদে বদলি কার্যক্রম পরিচালনা না করে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। যা নীতিমালা পরিপন্থি। তাই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বেই শূন্য পদে বদলি কার্যক্রম পরিচালনা করার দাবি তাদের।

এ বিষয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিক্ষক মো. রাশেদ মোশাররফ বলেন, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে বদলি চালুর দাবিতে আগামী ২৮ এপ্রিল (সোমবার) ঢাকার প্রেস ক্লাব থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সারা দেশ থেকে শিক্ষকরা আসবেন। অবিলম্বে শিক্ষকদের বদলি কার্যক্রম চালু করতে হবে। দাবি আদায় না হলে প্রেস ক্লাব থেকে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে বদলির দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। শূন্য পদে বদলির দাবিতে গত বছরের ২৫ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। পরবর্তীতে ২৭ আগস্ট শিক্ষা উপদেষ্টার সাথে বদলির যৌক্তিক দাবি নিয়ে কথা হয় সংগঠনের নেতাদের। শিক্ষকদের আন্দোলনের মুখে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর শূন্য পদে বদলির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা জারি হলেও এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি।খবর টিডিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102