রবিবার, ১১ মে ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
Title :
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন বাড়লো, জানাল শিক্ষা মন্ত্রণালয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যুদ্ধাপরাধের সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ যা বললেন: উপদেষ্টা মাহফুজ যেসকল দাবিতে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা চাকরিজীবীদের জন্য বড় বিশাল সুসংবাদ শিক্ষক-কর্মচারীদের বেতন যাদের মাধ্যমে, তাদেরই বেতন-ভাতা বন্ধ চার মাস যেসকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দু:সংবাদ দিলেন শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষকদের জন্য জরুরি যে বার্তা দিলো অধিদপ্তর সারা দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিভার্সিটিতে শর্ত সাপেক্ষে সাংবাদিক নিয়োগ চলছে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন বাড়লো, জানাল শিক্ষা মন্ত্রণালয়

লাইভ ডেস্ক
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫ Time View

লাইভ ডেস্ক: চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী—দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ এ ছুটি শেষ হবে ১৯ জুন।

তবে সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দীর্ঘ হওয়ায় ঈদের আগের ১৭ ও ২৪ মে দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে।

ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।

‘এমতাবস্থায় আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’ বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102