লাইভ ডেস্ক: দেশের সব বেসরকারি স্কুল ও কলেজে নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আপাতত এসব প্রতিষ্ঠান চলবে অ্যাডহক বা অস্থায়ী কমিটির তত্ত্বাবধানে।
আরো পড়ুন:
সারা দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিভার্সিটিতে শর্ত সাপেক্ষে সাংবাদিক নিয়োগ চলছে
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিভাগটির বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ থাকবে। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।
গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর ২০ আগস্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করে মন্ত্রণালয়। এরপর ২১ নভেম্বর সব প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা-২০২৪’ অনুযায়ী, অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ ছয় মাস।
এই সময়ের মধ্যেই নিয়মিত কমিটি গঠনের কথা ছিল, এবং সে অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে সর্বশেষ নির্দেশনায় তা স্থগিত করা হলো।