রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

কওমী মাদরাসার জন্য বিশাল সুখবর: শিক্ষকরা পাবেন সরকারি বেতন -ভাতা

লাইভ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪৭ Time View

লাইভ ডেস্ক:‘বাংলাদেশের কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন রূপকল্প ২০২৫-২০৩৫’ নামে একটি কর্মসূচির খসড়ায় হাত দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

এই কর্মসূচির আওতায় বিদ্যমান ছয়টি বোর্ডকে এক করে একটি সরকারি বোর্ডের মাধ্যমে সনদ দেওয়া ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া কওমী মাদরাসার শিক্ষকদের জন্য সরকারি বেতন-ভাতা প্রদানেরও প্রস্তাব করা হয়েছে।

কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন রূপকল্পে এসব মাদরসাকে মূলধারায় আনতে বেশকিছু উদ্যোগের কথা বলা হয়েছে।

এরমধ্যে বাংলাদেশ সকল কওমী মাদরাসার হালনাগাদ তথ্যসহ ডাটাবেস প্রণয়ন; প্রতিষ্ঠানের জমি, অবকাঠামো, শিক্ষক, ছাত্র-ছাত্রীর তথ্য বিষয়ে সরেজমিন পরিদর্শনপূর্বক ডাটাবেস প্রণয়ন; প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রী বিষয়ে পৃথক-পৃথক তথ্যপঞ্জি প্রণয়ন এবং হালনাগাদকরণ; প্রাতিষ্ঠানিক কোড, ইআইআইএন নম্বর ইত্যাদি প্রদান।

শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাদরাসা অনুবিভাগ) এসএম মাসুদুল হক বলেন, কওমী মাদরাসার উন্নয়ন রূপকল্প নিয়ে আমরা কাজ করছি। দশ বছর মেয়াদি একটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই।

এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কওমী মাদরাসার উন্নয়ন চাই, শিক্ষার্থীদের উন্নয়ন চাই। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে আমরা এ ব্যাপারে অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করবো।

কওমী মাদরাসার জন্য চারটি গ্রেড বা শ্রেণী নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। গ্রেড-১: বর্তমানে ৫০০ এর অধিক ছাত্র-ছাত্রী বিদ্যমান এবং গত ২৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমী মাদরাসা।

গ্রেড-২: বর্তমানে ৩০০ এর অধিক ছাত্র-ছাত্রী বিদ্যমান এবং ১৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমী মাদরাসা। গ্রেড-৩: বর্তমানে ১০০ এর অধিক ছাত্র-ছাত্রী বিদ্যমান এবং পাঁচ বছর বা তার বেশী আগে স্থাপিত হতে ধারাবাহিকভাবে চলমান কওমী মাদরাসা। গ্রেড-৪: অন্যান্য সকল মাদরাসা বা নতুন চলমান কওমী মাদরাসা।

কওমী মাদরাসাসমূহের জন্য সরকারিভাবে গ্রেডভিত্তিক মাসিক সম্মানী চালুকরনের প্রস্তাব রাখা হয়েছে। গ্রেড-১ ভুক্ত কওমী মাদরাসার প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষক চারজন ও কর্মচারী একজনের জন্য প্রতি মাসে জনপ্রতি সাত হাজার টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে।

গ্রেড-২ ভুক্ত কওমী মাদরাসার প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে আট হাজার টাকা এবং অন্যান্য শিক্ষক চারজন ও কর্মচারী একজনের জন্য প্রতি মাসে জনপ্রতি পাঁচ হাজার টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে। গ্রেড-৩ ভুক্ত কওমী মাদরাসার প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষক চারজন ও কর্মচারী একজনের জন্য প্রতি মাসে জনপ্রতি তিন হাজার টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে।

রূপকল্পে কওমী মাদরাসার একাডেমিক ডিগ্রী (সনদ) প্রদানের জন্য বিদ্যমান ছয়টি বোর্ড এর পরিবর্তে একটি সরকারি বোর্ড প্রতিষ্ঠা করার প্রস্তাব রাখা হয়েছে। এজন্য কওমী মাদরাসা সমন্বিত বোর্ড এর অর্গানোগ্রাম চূড়ান্তকরণ, নিয়োগ ও কার্যকরী করা; কওমী মাদরাসা বোর্ড এর অবকাঠামো নির্মাণ ও চালু করা; কওমী মাদরাসা বোর্ড কর্তৃক প্রদানযোগ্য সনদ এবং সমমান নির্ধারণ ও কার্যকরী করার প্রস্তাব রাখা হয়েছে।

।কওমী মাদরাসার জন্য কারিকুলাম, সিলেবাস-পাঠ্যক্রম ইত্যাদি পুন:নির্ধারণ; ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করা; শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল বা টিফিন চালু করা; কওমী মাদরাসার প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন; কওমী মাদরাসার শিক্ষকদের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ ও চালু করা; কওমী মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102