লাইভ ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ এবং ১-১২তম ব্যাচের অযৌক্তিক সুপারিশ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে, দ্রুত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী শিক্ষক নিবন্ধন ১৮তম ফলাফল প্রত্যাশী কেন্দ্রীয় সমন্বয়করা এই মানববন্ধনের আয়োজন করেন। তারা বলেন, ‘নীতিমালা অনুযায়ী ভাইভা কার্যক্রম শেষ করে দ্রুত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
১-১২তম ব্যাচের প্রার্থীদের অবৈধভাবে নিয়োগ বা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া চলবে না। যাদের বয়স ৩৫ বছরের বেশি বা সার্টিফিকেটের মেয়াদ নেই, তাদের নিয়োগ দেওয়া অযৌক্তিক হবে।’
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমরান সরকার অভিযোগ করেন, ১৮তম নিবন্ধনধারীদের ভাইভা কার্যক্রম চলমান থাকলেও ১-১২তম ব্যাচের প্রার্থীরা অবৈধভাবে নিয়োগ পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘কোনোভাবেই যেন অনিয়মের মাধ্যমে নিয়োগ সুপারিশ না করা হয়, সেজন্যই আমরা মানববন্ধন করছি।’
মানববন্ধনে চারটি প্রধান দাবি উপস্থাপন করা হয়:
নীতিমালা অনুযায়ী নিয়োগ নিশ্চিত করা – ১-১২তম ব্যাচের জন্য বিশেষ কোনো নিয়োগ বা সুপারিশ বন্ধ করতে হবে।
কোটা ব্যবস্থা বজায় রাখা – সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভাইভা কার্যক্রম দ্রুত সম্পন্ন করে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা – যাতে ১৮তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ দেওয়া সম্ভব হয়। অটো এমপিও চালু করা – স্বচ্ছতা আনতে এবং দ্রুত নিয়োগ নিশ্চিত করতে অটো এমপিও ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন।
এর আগে, আন্দোলনকারীরা একই দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তারা মনে করেন, যথাযথ নীতিমালা অনুসরণ করা হলে অনিয়ম বন্ধ হবে এবং মেধাবীরা যথাযথ মূল্যায়ন পাবেন।