বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন বাড়লো, জানাল শিক্ষা মন্ত্রণালয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যুদ্ধাপরাধের সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ যা বললেন: উপদেষ্টা মাহফুজ যেসকল দাবিতে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা চাকরিজীবীদের জন্য বড় বিশাল সুসংবাদ শিক্ষক-কর্মচারীদের বেতন যাদের মাধ্যমে, তাদেরই বেতন-ভাতা বন্ধ চার মাস যেসকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দু:সংবাদ দিলেন শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষকদের জন্য জরুরি যে বার্তা দিলো অধিদপ্তর সারা দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিভার্সিটিতে শর্ত সাপেক্ষে সাংবাদিক নিয়োগ চলছে

আটঘরিয়ার আজিজুল ও তার তিন বছরের ছেলে অটোরিকশা-নসিমন সংঘর্ষে নিহত

M.A.SAED TONMOY
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৭ Time View

লাইভ ডেস্ক: পাবনার সাঁথিয়া উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা এবং তার শিশুসন্তান নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আটঘরিয়া উপজেলার কৈজুরী শ্রীপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০) ও তার তিন বছর বয়সী ছেলে আবু হুরাইয়া। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাঁথিয়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর নামক স্থানে ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ওসি সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

তিনি আরও জানান, আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর নসিমনের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে নসিমনটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102