রতন ঘোষ ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার চারটি উপজেলা ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপির সমন্বয়কারী কমিটি গঠন হয়েছে। আগামী তিন মাসের জন্য অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির মেয়াদ থাকবে। এই কমিটিতে তিনটি স্তরে প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী ও সদস্যদের রাখা হয়েছে।
গতকাল ২১শে জুন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত, জাতীয় নাগরিক কমিটি-এনসিপির প্যাডে এই কমিটি
ঘোষণা করা হয়। পরবর্তীতে তা জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
১৫ সদস্যের ভেড়ামারা উপজেলা কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে শোভন আহমেদ, যুগ্ম সমন্বয়কারী হিসাবে অভিরাজ, শরিফ মোল্লা ও আনাস মন্ডলকে এবং বাদবাকিদেরকে সদস্য করা হয়।১২ সদস্য বিশিষ্ট কুমারখালী উপজেলা কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে হেলাল উদ্দিনকে,যুগ্ম সমন্বয়কারী হিসেবে আবুল হাশেম বাদশা, আসাদুজ্জামান আলী খান ও শরীফ মাহমুদকে এবং বাদবাকিদেরকে সদস্য করা হয়। ১১ সদস্য বিশিষ্ট খোকসা উপজেলা কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে সাজ্জাদ হোসেনকে,যুগ্ম সমন্বয়কারী হিসেবে শাহাবুদ্দিন শেখ, সিমলা খাতুন ও আব্দুল আজিজকে এবং বাদবাকি সকলকে সদস্য হিসাবে রাখা হয়।
১৭ সদস্য বিশিষ্ট মিরপুর উপজেলা কমিটিতে বুলবুল আহামেদকে প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী হিসেবে একরামুল হক, টিটু বিশ্বাস ও সুকমান আলী এবং বাদবাকিদেরকে সদস্য হিসাবে রাখা হয়।