মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::
জামালগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ফিরে এসেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ জুন) সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লক্ষিপুর বাজার সংলগ্ন মাঠে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান। সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে ছিলো প্রাণবন্ত উপস্থিতি।
প্রধান বক্তার বক্তব্যে বার্তা স্পষ্ট আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান বলেন, “বিএনপিকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের উপযোগী করতে হবে। অতীতে যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিংবা আঁতাত করেছেন, তাদেরকে বিএনপিতে কোনোভাবেই স্থান দেওয়া যাবে না।” তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হবে, যাতে থাকবেন একজন আহ্বায়ক ও একজন যুগ্ম আহ্বায়ক।
জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ তালুকদার বলেন, “যারা ৪ আগস্টেও মুজিব কোট পরে এলাকায় ঘুরেছে, তারাই আজ বিএনপির সামনের সারিতে জায়গা পেতে চাচ্ছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি স্পষ্টভাবে বলেন, “বিএনপি ত্যাগ-আদর্শের দল, এখানে সুবিধাবাদীদের স্থান নেই।”
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আঃ মালিক, মাসুম মাহমুদ তালুকদার, আজাদ হোসেন বাবলু, সদস্যবৃন্দ জুলফিকার চৌধুরী রানা, শামসুজ্জামান ধন মিয়া, তৌফিক চৌধুরী, এডভোকেট শাহিন আলম, ফরিদ মিয়া তালুকদার, গোলাম রব্বানী আফেন্দি, সাজিব মাহমুদ তালুকদার, নুরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, এমদাদ আফেন্দি, নবী হোসেন, ইকবাল হাসান প্রমুখ।
সমাবেশে বক্তাদের আহ্বান বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে চলমান আন্দোলনকে সফল করতে হবে। আপোষহীন নেতৃত্ব ও আদর্শের ভিত্তিতেই বিএনপির কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
এই কর্মী সমাবেশে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও জাগরণ ছিল চোখে পড়ার মতো।