সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভালুকা সদর ইউনিয়ন কমিটি অনুমোদন ময়মনসিংহ সদরে ভিডব্লিউবি কার্যক্রমের উপকারভোগী বাছাই উপলক্ষে মতবিনিময় সভা সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার ওসমান গনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে মরণফাঁদ! প্রতিদিনই দুর্ঘটনা ভালুকা উপজেলা মহিলাদলের কমিটি অনুমোদন সভাপতি শামিমা রশিদ ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার দীনা বরিশাল – ৪ হিজলা – মেহেন্দিগঞ্জেে বিএনপি’র            কে হচ্ছে ধানের শীষের কান্ডারী রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের ২১ দফা দাবিতে রেলপথ অবরোধ, বিক্ষোভ অব্যাহত মুন্সীগঞ্জ-৩ আসনে সাবেক এমপি ফয়সাল বিপ্লব গ্রেফতার ওসমান গনি বেলকুচিতে ছাতু খেয়ে তানহা খাতুন নামে শিশু বাচ্চার মৃত্যু, অসুস্থ হয়ে আরও ২ জন হাসপাতালে ভর্তি, শ্রমিক অধিকার পরিষদ সিলেট সদর উপজেলার সভাপতিকে কারন দর্শানোর নোটিশ

১৮তম শিক্ষক নিবন্ধনের ফলাফল বিষয়ে সর্বশেষ যা জানালেন এনটিআরসি’এ

লাইভ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭৯ Time View

লাইভ ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে রেকর্ড ২০ হাজার ৬৮৮ জন প্রার্থী ফেল করেছেন। বুধবার বিকেল ৫টার পর এ ফলাফল প্রকাশিত হয়।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে। পাস ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কি না সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৫ ঊর্ধ্বদের বাদ দেওয়ায় এবার ফেলের সংখ্যা বেশি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান, ‘মৌখিক পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরই পরীক্ষায় ফেল করা করানো হয়েছে। কেননা এই প্রার্থীরা শ্রেণিকক্ষে পাঠদান করাতে পারবেন না বলেই মনে করেছে বোর্ড।

১৮তম নিবন্ধনে ৩৫ ঊর্ধ্বদের ফেল করানো প্রসঙ্গে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এমন কোনো সিদ্ধান্ত হলে সেটি নীতিনির্ধারণী পর্যায় থেকে নেওয়া হয়ে থাকতে পারে।’

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল থেকে ৩৫ ঊর্ধ্বদের বাদ দেওয়ার বিষয়টি একাধিক প্রার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তারা বলছেন, মৌখিক পরীক্ষায় ভালো করলেও কেবলমাত্র বয়সজনিত কারণে তাদের বাদ দেওয়া হয়েছে।

জমির নামে ৩৫ ঊর্ধ্ব এক প্রার্থী জানান, ‘আমি মৌখিক পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তবে আমার ফেল এসেছে। আমার মতো এমন অনেক প্রার্থী রয়েছে, যারা লিখিত এবং মৌখিক পরীক্ষায় ভালো করলেও তাদের ফেল এসেছে। যদি ফেলই করানো হবে, তাহলে মৌখিক পরীক্ষা কেন নেওয়া হলো?

জানা গেছে, ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে ১৯ লাখ প্রার্থী আবেদন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102