লাইভ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে থেমে থেমে চলছে যানবাহন। ফলে এ দুই মহাসড়কে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
দুপুরে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের ওপরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর উভয়দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। একই সময়ে প্রায় সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকদের ঢল নামে সড়কে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম জানান, দুপুরের পর মহাসড়কে যাত্রীদের চাপ বাড়তে থাকে। এছাড়া সড়কে যানবাহনের আধিক্য ছিল বেশি। ফলে যাত্রী এবং যানবাহনের চাপে ওই মহাসড়ক দুটিতে যানজটের সৃষ্টি হয়।
অপরদিকে কোনাবাড়ি থেকে চন্দ্রা মোড় পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয় দুপুরের পর থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা ৬টার দিকেও যানজট অব্যাহত ছিল।
যানজটের কবলে গাজীপুরের দুই মহাসড়ক
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, বিকেলে যাত্রী ও গণপরিবহনের চাপ বাড়তে থাকায় কোনাবাড়ি থেকে চন্দ্র পর্যন্ত যানজট সৃষ্টি হয়। চন্দ্র থেকে উত্তরবঙ্গের দিকে গণপরিবহন ঠিকমতো পার না হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।