নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট সদর উপজেলার সভাপতি ফয়সাল আহমদকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
সোমবার (২২শে জুন) বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক শামিম আহমদ এর স্বাক্ষরিত প্যাডে এ নোটিশ দেয়া হয়।
নোটিশে বলা হয় প্রিয় সহকর্মী, সিলেট জেলা শাখার আওতাধীন সিলেট সদর উপজেলা শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন এবং দলের বিতরে কোন্দল সৃষ্টি ও দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন অসাংগঠনিক কার্যক্রম সহ আরো বিভিন্ন বিষয়ে আপনার প্রতি। সিলেট জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি/সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদকের দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আজ ২২ জুন থেকে আাগামী ২৫ জুম ২০২৫ইং এর মধ্যে সংগঠনের সিলেট জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মন্জীল এর কাছে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।