তরিকুল ইসলাম, রংপুর প্রতিনিধি
পূর্বে ঘোষিত ২১ দফাসহ বিভিন্ন দাবিতে আবারো আন্দোলনে নেমেছে রংপুর কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ (২২ জুন) সকাল ৮ টা থেকে হাজার হাজার ছাত্রছাত্রী কলেজ মাঠে সমবেত হয়ে নানা স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলে। পরে তারা পার্শ্ববর্তী লালবাগের রেলগেটে রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান কর্মসূচিপালন করে। এতে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলন চলাকালে সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা করেন। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
শিক্ষার্থীদের প্রধান ২১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো - ছাত্রাবাসগুলোতে সিট বৃদ্ধি ও উন্নত পরিবেশ নিশ্চিতকরণ, পুরনো হলগুলো সংস্কার, ক্যাম্পাসে পর্যাপ্ত সিসিটিভি স্থাপন করে নিরাপত্তা জোরদার করা, পুলিশ বক্স স্হাপন, বহিরাগতদের প্রবেশ বন্ধ করা, বিজ্ঞানাগার ও গ্রন্থাগারের আধুনিকায়ন, পর্যাপ্ত খেলার মাঠ ও সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি, এবং কলেজের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ দিন ধরে তাদের এই দাবিগুলো উপেক্ষিত হয়ে আসছে। কলেজ প্রশাসন বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এ কারণেই তারা বাধ্য হয়ে আবারো আন্দোলনে নেমেছেন এবং অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন।
এসময় তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টাকে ঘটনাস্হলে আসার আহবান জানিয়ে বলেন, যতদিন ভিসি মহোদয় ক্যাম্পাসে এসে সমস্যা সমাধানের ব্যবস্হা না করবেন ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
এই অবরোধের ফলে রংপুর-ঢাকা এবং রংপুর-দিনাজপুর রেলপথে ট্রেন চলাচল ও রংপুর শহরের রাস্তাটি বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, নির্বাহী সম্পাদক মোঃ তুফান চৌধুরী,,
বাংলাদেশ -ঢাকা ,কুষ্টিয়া জেলা শাখা,কুষ্টিয়া সদর
মোবাইল : ০১৩০৫২৯১৯১৪,০১৭১০৩৪০৪৫৩
ইমেইল: anusondananusondan@gmail.com
Design and Develop By Coder Boss