রতন ঘোষ বিশেষ প্রতিনিধি :-
কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী আলিম বিশ্বাসকে আটক করেছে থানা পুলিশ।
আটক আলিম উপজেলার গোবরগাড়া প্রাইমারি স্কুলপাড়া গ্রামের বশির বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আলিম ও তার পরিবারের সদস্যরা তারই চাচী মাহফুজা খাতুনকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত অবস্থায় মাহফুজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, ২৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে বাপ্পি হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫২)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাধন কুমার মন্ডল জানান, “আসামি আলিম দীর্ঘদিন বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিল। গতকাল খবর পাই সে সোনাইকুন্ডি এলাকায় অবস্থান করছে। আমি, এএসআই সাগর আলী এবং কনস্টেবল সোহেল রানা মিলে ভ্যানচালক সেজে ওই এলাকায় প্রবেশ করি। পরে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে আটক করি।”
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, “হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, নির্বাহী সম্পাদক মোঃ তুফান চৌধুরী,,
বাংলাদেশ -ঢাকা ,কুষ্টিয়া জেলা শাখা,কুষ্টিয়া সদর
মোবাইল : ০১৩০৫২৯১৯১৪,০১৭১০৩৪০৪৫৩
ইমেইল: anusondananusondan@gmail.com
Design and Develop By Coder Boss