ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
শিয়াল ধরার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে স্থানীয় ব্যক্তি, অজ্ঞাতসারে তাতে পা দিয়ে প্রাণ হারান এক নিরীহ যুবক। এলাকায় উত্তেজনা। ঝাঁঝরী গ্রাম, চুয়াডাঙ্গা সদর বৃহস্পতিবার গভীর রাত
চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঁঝরী গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। শিয়াল তাড়াতে বৈদ্যুতিক তার দিয়ে পাতা ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত যুবকের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের এক মাঠসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, গ্রামের আব্বাস আলী নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে শিয়াল তাড়ানোর জন্য জমিতে বৈদ্যুতিক তারে ফাঁদ পেতে রাখতেন। দুর্ঘটনার রাতে ওই যুবক অসাবধানতাবশত সেই ফাঁদে পা দিয়ে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
শুক্রবার সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় অভিযুক্ত আব্বাস আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। এলাকাবাসী তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর আলামত পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি
কে আটকের চেষ্টা চলছে।”
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, নির্বাহী সম্পাদক মোঃ তুফান চৌধুরী,,
বাংলাদেশ -ঢাকা ,কুষ্টিয়া জেলা শাখা,কুষ্টিয়া সদর
মোবাইল : ০১৩০৫২৯১৯১৪,০১৭১০৩৪০৪৫৩
ইমেইল: anusondananusondan@gmail.com
Design and Develop By Coder Boss