কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়ন ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) বিকেলে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সম্প্রতি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট অসন্তোষ ও বিভ্রান্তি নিরসনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা করেন এবং সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সমাধানের আশ্বাস দেন।
বক্তব্য রাখেন:
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন,
“বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে নেতাকর্মীদের মতামতের মূল্য রয়েছে। আমরা সকলের মতামত ও পরামর্শ নিয়ে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী কমিটি গঠন করব।”
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান বলেন,
“সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আগামী আন্দোলনে এই সদস্যরাই হবে দলের মূল চালিকাশক্তি।”
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান বলেন,
“কালিয়াকৈরের নেতাকর্মীরা সব সময় দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের সম্মান করি এবং সঠিক নেতৃত্ব গঠনে আপনাদের মতামত গুরুত্বসহকারে নিচ্ছি।”
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন বলেন,
“দলীয় ঐক্য আজ সময়ের দাবি। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মোঃ হযরত আলী মিলন
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট কামরুল ইসলাম
পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক রাইজউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুউদ্দিন আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ জনগণের উপস্থিতিতে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে বিএনপি তৃণমূলে আরও সুসংগঠিত হবে এবং আগামী আন্দোলনে জনগণের শক্তি হয়ে উঠবে।