তরিকুল ইসলাম, রংপুর প্রতিনিধি
শুক্রবার (২০ জুন) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মাঠে জমায়েত হতে শুরু করেন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকেল থেকে শুরু হয় মূল অনুষ্ঠান।
এসময় সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও ইসলামি মূল্যবোধ রক্ষায় প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কার, জাতিগত হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা। তাঁরা অভিযোগ করেন, ভারতীয় দালাল ও আধিপত্যবাদীদের দেশের অভ্যন্তরে কোনো ঠাঁই দেওয়া হবে না।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে উত্তরবঙ্গের শহীদ আবু সাইদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। ‘জুলাই গণহত্যা’র দৃষ্টান্তমূলক বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন আজ সময়ের দাবি।”
গণসমাবেশ শেষে রংপুর বিভাগের পাঁচটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন নেতারা। ঘোষিত প্রার্থীরা হলেন:
রংপুর-১ মোহাম্মদ গোলাম মোস্তফা (বাবু), রংপুর-২ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী, রংপুর-৩ আমিরুজ্জামান (পিয়াল), রংপুর-৪ মোহাম্মদ জাহিদ হোসেন ও রংপুর-৫ মোহাম্মদ গোলজার হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী অকন, সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ এম হাসিবুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, নির্বাহী সম্পাদক মোঃ তুফান চৌধুরী,,
বাংলাদেশ -ঢাকা ,কুষ্টিয়া জেলা শাখা,কুষ্টিয়া সদর
মোবাইল : ০১৩০৫২৯১৯১৪,০১৭১০৩৪০৪৫৩
ইমেইল: anusondananusondan@gmail.com
Design and Develop By Coder Boss