ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ একটি টি অনলাইন নিউজ পোর্টালে আমাকে নিয়ে মুন্সীগঞ্জে পন্ধসার ইউনিয়নের গোসাইবাগ এলাকার একটি জমি জুর জবস্ত দখন নিয়ে এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সংবাদ টি আমার দৃষ্টি গোচর হয়।
সেই সংবাদ বা সংবাদের তথ্যের সাথে আমি মোঃবজলুররহমান(ফটিক) কোন ভাবেই সম্পৃক্ত নই , উক্ত এলাকায় আমার সন্মান রয়েছে ,আমি পঞ্চসার গোসাইবাগ ইউনিয়নে
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ, মাদ্রাসার সাথে উন্নয়ন কাজে বর্তমানে সন্মানের সহিত বহাল রয়েছি। এই সংবাদ প্রকাশিত করে আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে আমি ঐ সংবাদকে মিথ্যা দাবি করি।
আমাকে নিয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
তাই উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, নির্বাহী সম্পাদক মোঃ তুফান চৌধুরী,,
বাংলাদেশ -ঢাকা ,কুষ্টিয়া জেলা শাখা,কুষ্টিয়া সদর
মোবাইল : ০১৩০৫২৯১৯১৪,০১৭১০৩৪০৪৫৩
ইমেইল: anusondananusondan@gmail.com
Design and Develop By Coder Boss