আঃ ওয়াহেদ ফকির :-
গাইবান্ধার পলাশবাড়ীর ৫নং মহদীপুর ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামে বালতীতে উপর হয়ে সালামান ফারসি নামের ২ বছরের শিশুর মৃত্যু।
আজ দুপুর ১২ টায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার ১২ টায় শিশুটির নানি বাড়ির উঠানে ধান বীজ ভিজিয়ে রাখতে বালতিতে পানি রাখে। এ সময় উঠানে খেলা করার সময় সালাম ফারসি পানি ভর্তি বালতির ভেতর উপুড় হয়ে পড়ে যায় । পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে পলাশবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মৃত সালমান ফারসির বাবা-মা সম্পা মানিক দম্পতি গার্মেন্টস কর্মী হওয়ায় তিন নাতি নাতনি কে নিয়ে উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে নানা শহিদুল মিয়ার বাড়ীতে বসবাস করেন। ৩ ভাই-বোনের মধ্যে সালমান ফারসি ছিল সবার ছোট।
২ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, নির্বাহী সম্পাদক মোঃ তুফান চৌধুরী,,
বাংলাদেশ -ঢাকা ,কুষ্টিয়া জেলা শাখা,কুষ্টিয়া সদর
মোবাইল : ০১৩০৫২৯১৯১৪,০১৭১০৩৪০৪৫৩
ইমেইল: anusondananusondan@gmail.com
Design and Develop By Coder Boss