লাইভ ডেস্ক: দেশের সব বেসরকারি স্কুল ও কলেজে নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আপাতত এসব প্রতিষ্ঠান চলবে অ্যাডহক বা অস্থায়ী কমিটির তত্ত্বাবধানে।
আরো পড়ুন:
সারা দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিভার্সিটিতে শর্ত সাপেক্ষে সাংবাদিক নিয়োগ চলছে
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিভাগটির বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ থাকবে। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।
গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর ২০ আগস্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করে মন্ত্রণালয়। এরপর ২১ নভেম্বর সব প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা-২০২৪’ অনুযায়ী, অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ ছয় মাস।
এই সময়ের মধ্যেই নিয়মিত কমিটি গঠনের কথা ছিল, এবং সে অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে সর্বশেষ নির্দেশনায় তা স্থগিত করা হলো।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, নির্বাহী সম্পাদক মোঃ তুফান চৌধুরী,,
বাংলাদেশ -ঢাকা ,কুষ্টিয়া জেলা শাখা,কুষ্টিয়া সদর
মোবাইল : ০১৩০৫২৯১৯১৪,০১৭১০৩৪০৪৫৩
ইমেইল: anusondananusondan@gmail.com
Design and Develop By Coder Boss