লাইভ ডেস্ক: ফসল কাটার মৌসুমে বাঙালি কৃষকের জীবনের বাস্তবতা ও তাদের ঈমানি মানসিকতার সঙ্গে বরকতের প্রার্থনা তুলে ধরেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক (সাদিক কায়েম)।
আজ সোমবার (১৪ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি ফসল কাটার মৌসুমে বাঙালি কৃষকের জীবনের বাস্তবতা ও তাদের ঈমানি মানসিকতার সঙ্গে বরকতের প্রার্থনা তুলে ধরেন।
পোস্টে তিনি লেখেন, বৈশাখে বাঙাল কৃষক ফসল ঘরে তোলে, শোকর করে আল্লাহর। এই সময়ে হয় পূর্বের ঋণ পরিশোধ, নয়া বছরের ন্যায্য শুরু। বৃষ্টির জন্য তাঁদের আকুলপ্রাণ দোয়া ও নতুন চাষের প্রস্তুতি— এ যেন তাঁদের ঈমান ও পরিশ্রমের মেলবন্ধন। আল্লাহর কাছে আর্জি, সবার তাকদির খুলে যাক, খুলে যাক বরকত ও রহমতের দুয়ার।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, নির্বাহী সম্পাদক মোঃ তুফান চৌধুরী,,
বাংলাদেশ -ঢাকা ,কুষ্টিয়া জেলা শাখা,কুষ্টিয়া সদর
মোবাইল : ০১৩০৫২৯১৯১৪,০১৭১০৩৪০৪৫৩
ইমেইল: anusondananusondan@gmail.com
Design and Develop By Coder Boss