নজরুল ইসলাম
১.শিক্ষক সংগঠনগুলোর মধ্যে ইস্পাতকঠিন ঐক্য দৃশ্যমান হতে হবে।
২.দাবি হতে হবে নির্দিষ্ট।
৩.আন্দোলন প্রেসক্লাব থেকে শুরু করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনী কক্ষ পর্যন্ত পৌঁছে দিতে হবে।
৪.পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের আন্দোলনে আন্তরিকতা নিশ্চিত করতে হবে।
৫.বড় আন্দোলনে নেতৃত্ব দিতে অর্থের প্রয়োজন,কাজেই সামষ্টিক ভাবে অর্থনৈতিক ফান্ড তৈরী নিশ্চিত করতে হবে।
৬.মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দাবি আদায় যত সহজ,দলীয় সরকারের আমলে দাবি আদায় তত সহজ নয়।
৭.আন্দোলনে প্রবীনদের সাথে তরুনদের অগ্রাধিকার দিতে হবে।
৮.আন্দোলনকে সফল করার লক্ষে শক্তিশালী কুটনৈতিক সেল গঠন করতে হবে।
উল্লেখিত শর্ত সমূহ নিশ্চিত না করে আন্দোলন করলে পূর্বের ন্যায় শিক্ষক অধিকার আন্দোলন কখনো সফল হবে না।
মন্তব্য ঃ যেহেতু আমার নিজস্ব মতামত, সেহেতু শর্ত সমূহ চূড়ান্ত পর্যায়ে পরিবর্তন, পরিবর্ধন যোগ্য।
লেখাটি পাঠকের সম্পূর্ণ নিজস্ব মতামত
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, নির্বাহী সম্পাদক মোঃ তুফান চৌধুরী,,
বাংলাদেশ -ঢাকা ,কুষ্টিয়া জেলা শাখা,কুষ্টিয়া সদর
মোবাইল : ০১৩০৫২৯১৯১৪,০১৭১০৩৪০৪৫৩
ইমেইল: anusondananusondan@gmail.com
Design and Develop By Coder Boss