মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
Title :
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভালুকা সদর ইউনিয়ন কমিটি অনুমোদন ময়মনসিংহ সদরে ভিডব্লিউবি কার্যক্রমের উপকারভোগী বাছাই উপলক্ষে মতবিনিময় সভা সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার ওসমান গনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে মরণফাঁদ! প্রতিদিনই দুর্ঘটনা ভালুকা উপজেলা মহিলাদলের কমিটি অনুমোদন সভাপতি শামিমা রশিদ ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার দীনা বরিশাল – ৪ হিজলা – মেহেন্দিগঞ্জেে বিএনপি’র            কে হচ্ছে ধানের শীষের কান্ডারী রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের ২১ দফা দাবিতে রেলপথ অবরোধ, বিক্ষোভ অব্যাহত মুন্সীগঞ্জ-৩ আসনে সাবেক এমপি ফয়সাল বিপ্লব গ্রেফতার ওসমান গনি বেলকুচিতে ছাতু খেয়ে তানহা খাতুন নামে শিশু বাচ্চার মৃত্যু, অসুস্থ হয়ে আরও ২ জন হাসপাতালে ভর্তি, শ্রমিক অধিকার পরিষদ সিলেট সদর উপজেলার সভাপতিকে কারন দর্শানোর নোটিশ

পাবনায় ব্যতিক্রমী বাজারে ২ টাকায় ১০ রকমের পণ্য

স্টাফ রিপোর্ট
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৯২ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্ট: শিক্ষার্থীদের উদ্যোগে ৮০০ দরিদ্র মানুষের মধ্যে প্রতীকী দুই টাকায় ঈদের ১০ রকমের পণ্য দেওয়া হয়। রোববার বেড়া পৌর এলাকার সান্ডিয়ালপাড়া ঈদগাহ মাঠে।

শিক্ষার্থীদের উদ্যোগে ৮০০ দরিদ্র মানুষের মধ্যে প্রতীকী দুই টাকায় ঈদের ১০ রকমের পণ্য দেওয়া হয়। রোববার বেড়া পৌর এলাকার সান্ডিয়ালপাড়া ঈদগাহ মাঠে।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বেড়ার শিক্ষার্থীদের উদ্যোগে বসেছিল ব্যতিক্রমী এক বাজার। বাজারে প্রায় ৮০০ অসহায় ও দরিদ্র মানুষ মাত্র দুই টাকায় ১০ রকমের পণ্য পেয়েছেন। শিক্ষার্থীদের ব্যতিক্রমী এ বাজারের নাম ‘দুই টাকায় আমেজ’।

আজ রোববার বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকার সান্ডিয়ালপাড়া ঈদগাহ মাঠে বাজারের আদলে গড়ে তোলা বিভিন্ন স্টল থেকে দরিদ্রদের মধ্যে বিভিন্ন পদের ঈদ উপহার দেওয়া হয়। প্রতীকী দুই টাকার বিনিময়ে দেওয়া পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি, লবণ, সেমাই, সাবানসহ ১০ ধরনের পণ্য।

ঈদসামগ্রী বিতরণের এ কর্মসূচির আয়োজন করে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামের একটি সংগঠন। তাদের এ আয়োজনে অবশ্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পৃষ্ঠপোষকতা ও সহায়তার পাশাপাশি সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের অর্থায়ন ছিল।

বেলা ১১টায় শুরু হওয়া কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুল বাসেদ খান, জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় সভাপতি হাজী ইউনুস আলী, বেড়া রিকশা-ভ্যান চালক সমবায় সমিতির সভাপতি ময়েন উদ্দিন খাজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘বেড়ার শিক্ষার্থীরা যেভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, সেভাবে একজনের বিপদে আরেকজনকে এগিয়ে আসতে হবে। আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী নির্যাতনের মধ্যে ছিলাম। এখন পরিবর্তন এসেছে। আমাদের দেশের সব অসহায় মানুষের শিক্ষা, খাদ্য, বাসস্থানের ব্যবস্থার লক্ষ্যে কাজ করে যেতে হবে।’

সরেজমিনে দেখা যায়, সান্ডিয়ালপাড়া ঈদগাহ মাঠে বাজারের আদলেই বানানো হয়েছে স্টল। স্টলের টেবিলে থরে থরে সাজানো চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, সাবান। সেখানে আসা নারী-পুরুষদের হাতে পর্যায়ক্রমে পণ্য তুলে দিচ্ছেন শিক্ষার্থীরা। পণ্যের দাম দুই টাকা নির্ধারণ করা থাকলেও কারও কাছ থেকে নেওয়া হচ্ছে না।

শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি নিম্ন আয়ের মানুষ। বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার রেখা খাতুন (৫০) বলেন, ‘ঈদের সামনে এতগুলা জিনিস পায়া খুব আনন্দ হতেছে। অভাবের সংসারে এসব জিনিস পায়া খুব উপকার হলো।’

শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের সভাপতি মেহেরাব হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা মিলে ভালো কিছু করার জন্য টিফিনের টাকা বাঁচিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম। এখন অনেকেই আমাদের পাশে দাঁড়াচ্ছেন। আমাদের সংগঠনের সদস্যদের পাশাপাশি অনেক হৃদয়বান মানুষ সহায়তা করছেন বলেই আমরা এভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারছি।’

১০ বছর আগে বেড়ার ঐতিহ্যবাহী সরকারি বিপিন বিহারি পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী মিলে গঠন করে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামের একটি সংগঠন। তারা টিফিনের টাকা বাঁচিয়ে অসহায়দের সহায়তা দেওয়া শুরু করে। মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাদের আগ্রহে মুগ্ধ হয়ে অনেক সচ্ছল ও ধনাঢ্য ব্যক্তি তহবিল সংগ্রহে এগিয়ে আসেন। বর্তমানে সংগঠনটির সঙ্গে উপজেলাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী যুক্ত হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102