লাইভ ডেস্ক: রাজশাহীতে পদ্মা ও বাংলাবান্ধা ট্রেনের মধ্যে সংঘর্ষ। রেল কর্তৃপক্ষ জানায়, দুটি ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
ঈদ বেসরকারি শিক্ষকদের জন্য অভিশাপ’
রাজশাহী রেল স্টেশনে ঢাকাগামী পদ্মা ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পদ্মা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে স্টেশনের ওয়াশপিটের সামনে এ ঘটনা ঘটে বলে রাজশাহী রেল স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান।
তিনি বলেন, বাংলাবান্ধা ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।
“এতে পদ্মা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুটি ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ”
রাজশাহী রেল স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, “পদ্মা এক্সপ্রেস বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। যেহেতু পদ্মার তিনটি বগি পড়ে গেছে। ফলে রিলিফ ট্রেন না আসা পর্যন্ত পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না।
তিনি বলেন, “ইতিমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। স্টেশনে আউট লাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে।
সম্পাদক মোঃ লিটন উজ্জামান,, নির্বাহী সম্পাদক মোঃ তুফান চৌধুরী,,
বাংলাদেশ -ঢাকা ,কুষ্টিয়া জেলা শাখা,কুষ্টিয়া সদর
মোবাইল : ০১৩০৫২৯১৯১৪,০১৭১০৩৪০৪৫৩
ইমেইল: anusondananusondan@gmail.com
Design and Develop By Coder Boss